সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবক সুমন আলীকে (৩৫) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচাক পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
সোমবার দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ কারাদন্ডাদেশ দেন। ওই আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ নামকস্থানে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব-১২ সদস্যরা।
এ সময় রাজশাহী থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১’শ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয় । এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় শুনানি ও স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় দেন।